টি২০ বিশ্বকাপের বি গ্রুপে সাবেক বিশ্ব সেরা ওয়েস্ট ইন্ডিজ প্রথম রাউন্ডে স্কটিসদের বিপক্ষে হেরে হতবাক করেছে বিশ্ব ক্রিকেট দরবারকে। কিন্তু এবার সেই একই পথে হাটেনি সাবেক সেরারা। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছে ৩১ রানে। এই জয়ের ফলে ১ ম্যাচে হার, ১ ম্যাচে জয়ে ২ পয়েন্ট নিয়ে সুপার-১২ এর স্বপ্নটা বাঁচিয়ে রেখেছে।

বি-গ্রুপটাতে চার দলের সমান পয়েন্ট ২ করে। তাই শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে জয় পেতেই হবে এমন মিশন নিয়ে খেলতে নামতে হবে। ওয়েস্ট ইন্ডিজের শেষ ম্যাচ এই গ্রুপের শক্তিশালী দল আইরিশরা। ইউরোপের এ দলটি ২ ম্যচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার-১২ এর স্বপ্ন দেখছে।

আজ ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাট করে ২০ ওভারে জমা করে ৭ উইকেটে ১৫৩। আর জবাবে জিম্বাবুয়ে ১৮.২ ওভারে অলআউট ১২২ রানে।