জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে বাংলাদেশ খো খো ফেডারেশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।

সকালে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সস্থ শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক প্রদান করে শেখ রাসেলের স্মৃতি, ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খো খো ফেডারেশনের সাধারন সম্পাদক, জনাব মো: ফজলুর রহমান বাবুল, কর্মকর্তা আব্দুল হাকিম মিয়া, এ বি এম ইমরান, আ: মন্নাফ সরকার, পূরবী মজুমদার, সাইদুল হক, জাহাঙ্গীর আলম, সোহাগ, মিলন, আরিফ ভূঁইয়া, প্রমুখ। এ উপলক্ষে ব্যানার, ফেস্টুন দিয়ে খো খো অফিস সজ্জিত এবং আপ্যায়নের ব্যবস্থা করা হয়।