বকেয়া বেতনের দাবিতে রাজধানীর উত্তরায় এক গার্মেন্টস মালিকের বাড়ির সামনে অবস্থান নিয়েছে প্রায় চার শতাধিক শ্রমিক।
মঙ্গলবার দুপুর থেকে পোশাক শ্রমিকরা উত্তরা ৩ নম্বর সেক্টরের ৭নং রোডের সি ব্লকের ১৫নং বাড়ির সামনে অবস্থান নেন। অবস্থানরত সবাই আশুলিয়ার একটি সুয়েটার কারখানার শ্রমিক।
জানা গেছে, মালিক জাহিদ হোসেন সুয়েটার কারখানাটি অপর একজনের কাছে বিক্রি করে দেওয়ায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে উত্তরায় তার বাড়ির সামনে অবস্থান নিয়েছেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসীন যুগান্তরকে জানান, এদের মালিকানা পরিবর্তন হয়েছে। এই কারণে ওরা আগের মালিকের বাড়িতে আসছে। মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি আমরা সমাধানের চেষ্টা করছি। শ্রমিকরা শান্তিপূর্ণ অবস্থানে আছে।