শুরু থেকে লড়াইটা চলছিল সমানতালে। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু হঠাৎই কোনো এক ঝড় এসে যেন এলোমেলো করে দিলো ক্যারিবিয়ানদের। ধ্বস নামলো তাদের ব্যাটিং লাইন-আপে। তাতে উদ্বোধনী ম্যাচের পর আজ ফের অঘটনের দেখা পেলেন ক্রিকেট প্রেমীরা। শক্তিমত্তা ও অভিজ্ঞতায় পিছিয়ে থাকা স্কটল্যান্ডের কাছে ৪২ রানের অবিশ্বাস্য হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হলো নিকোলাস পুরাণদের।
লড়াকু পুঁজির পথে ব্যাট হাতে জর্জ মুন্সে অবদান রেখেছিলেন অর্ধশতক করে। ফিল্ডিংয়ে নেমেও জারি রাখেন সেই আগ্রাসী লড়াই। তার লড়াইয়ের প্রভাব পড়ে দলের বাকি সতীর্থদের মাঝেও। তাতে গতবারের মতো এবারও তারা বিশ্বকাপে যাত্রা শুরু করলো জয় দিয়ে।
রান তাড়ায় নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল ওয়েস্ট ইন্ডিজ। রানের খাতায় ২০ যোগ করে নিয়েছিল তৃতীয় ওভারেই। সেই ওভারে জোশ ডেভির দুই ও দিন নম্বর বলে চার ও ছক্কা হাঁকালেন কাইল মেয়ার্স। তৃতীয় বলেও ডিপ মিড-উইকেট দিয়ে সীমানা ছাড়া করতে চেয়েছিলেন। তবে হাওয়ায় ভাসতে থাকা বল বোঝাই যাচ্ছিল সীমানা অতিক্রমের আগেই মাটিতে গড়িয়ে পড়বে। তবে ক্যাচ ধরাটা সহজ ছিল না। দৌড়ে গিয়ে মাটিতে পিছলে পড়ে সেটা তালুবন্দী করে নেন জর্জ মুন্সে। পাওয়ার প্লেতেই প্রথম উইকেটের দেখা পায় স্কটিশরা।
তবে ক্রিজে থাকা ব্রেন্ডন কিংস ও এভিন লুইস ভালোই জবাব দিচ্ছেন। রান তুলছে স্কটিশদের মতোই সমানতালে। প্রথম পাঁচ ওভার শেষে স্কটল্যান্ডের সংগ্রহ ছিল ৪৭ রান। ছিল না কোনো উইকেট। তবে উইকেট একটি হারালেও ক্যারিবিয়ানরাও তুলেছে সমান ৪৭ রান।
ষষ্ঠ ওভারে ব্রাড হুইলের করা পঞ্চম বলটি ছিল গুড লেংথের। সেটি সুইপ করেছিলেন এভিন লুইস। কিন্তু উদ্দেশ্য সফল হয়নি। ডিপ স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা মাইকেল জোন্স তা লুফে নিলে ১৩ বলে ১৪ রানেই থামতে হয় তাকে। ইনিংসটি সাজানো ছিল ১ চার ও ১ ছক্কায়।
দুই ওভার পরই ব্রেন্ডন কিংয়ের উইকেট লুফে নেন মার্ক ওয়াট। গুড লেংথের বলটি আউট সাইড অফে গিয়ে সোজা আঘাত হানে স্টাম্পে। ১৫ বলে ১৭ রানে ফেরার আগে ছিল তিনটি চারের মার।
দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। সেই চাপ সামলাতে যেন পুরোপুরি হিমশিম খাচ্ছিলেন ক্যারিবিয়ান ব্যাটাররা। কিংকে হারিয়ে দিশাহারা ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটাররা সামিল হয়েছিলেন যাওয়া আসার মিছিলে। হতাশ করে ফিরেছেন সবাই। তিন টপ অর্ডারের পর সাতে নামা জেসন হোল্ডারই শুধু দুই অংকের রান স্পর্শ করতে পেরেছেন। ৩৩ বলে চার বাউন্ডারি ও এক ছক্কায় ৩৮ রান করে তিনিই দলের সর্বোচ্চ রান সংগ্রাহক।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানদের ১৬১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় স্কটিশরা। দলের পক্ষে জর্জ মুন্সে ৫৩ বলে খেলেছে ৬৬ রানের ম্যাচসেরা ইনিংস।
রান তাড়ায় নেমে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, রোভমেন পাওয়েলসহ বাকিরা হতাশ করেছেন। টপ অর্ডারদের শুরুটা তারা এগিয়ে নিদে পারেননি। তাতে ৪২ রানের অবিশ্বাস্য হার মানতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। স্কটল্যান্ডও এবার বিশ্বকাপ মিশন শুরু করলো জয় দিয়ে। গত বিশ্বকাপেও বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে শুরু হয়েছিল তাদের টুর্নামেন্টের যাত্রা।