টি২০ বিশ্বকাপের উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে মনে হয়েছিল নামিবিয়ার মতো আরব আমিরাত কোন অঘটন ঘটাতে পারে। কিন্তু সে সুযোগ দেয়নি নেদারল্যান্ড। ১ বল হাতে রেখেই ৩ উইকেটে জয় তুলে বিশ্বকাপে যাত্রা শুরু করেছে ইউরোপের ক্রিকেট দলটি।
টস জিতে আগে ব্যাট করতে নেমে আমিরাত ২০ ওভারে সংগ্রহ করে ১১১/৮। আমিরাতের পক্ষে সর্বোচ্চ রান করেন মোহাম্মদ ওয়াসিম ৪৭ বলে ৪১ রান।
জবাবে ১১২ রানের মিশনে নেমে ৭ উইকেটে হারিয়ে নেদারল্যান্ড টার্গেটে পৌছে যায় ১৯.৫ ওভারে। এক পর্যায়ে নেদারল্যান্ডের স্কোর ছিল ১৩.৩ ওভারে ৭৬/৬। সেখান থেকে ৭ম জুটিতে টিমের ১৬ বলে ১৫ রান নেদারল্যান্ডের জয়টা হাতের মুঠোয় নিয়ে আসে।