নারী এশিয়া কাপ ২০২২ আসরের পর্দা নামলো আজ সিলেট ক্রিকেট স্টেডিয়ামে। পুরো আাসরে একবার পাকিস্তানের বিপক্ষে হার ছাড়া টানা জয়ের মধ্যেই ছিল ভারতীয় নারী ক্রিকেট দল। আজ ৬৫ রানে অলআউট করে লঙ্কান ব্যাটারদের নিয়ে তামাশা করেছে ভারতীয় বোলাররা। ৮ উইকেটে ফাইনালে জেতার পর ভারতীয়রা সব বিভাগেই নিজেদের সেরা বলে প্রমাণ করে উচ্ছাস করেছে।

৮৩. ওভারে ৭১/২ জমা করে ৭ বারের মতো নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। এ আসরে ব্যাটে-বলে দুই বিভাগেই নিজেদের সেরা বলে প্রমাণ করেছে ভারত। ব্যাটি হাতে ভারতের মিডল অর্ডারে নামা জেমিমা সেরা রান সংগ্রহকারীর পুরস্কার পকেটে জমা করেছেন। তিনি ৬৫তম টি২০ খেলে ফেলেছেন। আর এ আসরে ৮ ম্যাচে ৬ ইনিংসে নামের পাশে জমা করলেন ২১৭ রান, তাতে সর্বোচ্চ ৭৬। ক্যারিয়ারে মোট রান করছেন ১৪৮৮। তবে ব্যাটি হাতে লঙ্কান ব্যাটরা হারসিথা ৮ ম্যাচে ২০২ রান জমা করে দ্বিতীয় সারিতে ছিলেন।

দিপ্তি শর্মা ৮ ম্যাচে অংশ নিয়ে বল হাতে ১০০ রান দিয়ে মোট ৩০ ওভার বল করে ১৩ উইকেপট শিকার করে আসরের সেরা উইকেট শিকারী পুরষ্কার জিতে নিলেন। ২০২২ এ আসর অবদি দিপ্তি ৭৬ টি২০ ম্যাচে ৭৪ উইকেটের মালিক বনে গেলেন। আর বল হাতে লঙ্কান স্পিনার ইনোকার কপাল খারাপই বলতে হবে।

কারণ ভারতের দিপ্তির সমান ১৩ উইকেট শিকার করেই সেরা উইকেট শিকারীর পুরষ্কার কপালে জোটেনি। কারন দিপ্তি ৮ ম্যাচে ১৩ উইকেট শিকারে রান দিয়েছেন ১০০ আর ইনোকা ৮ ম্যাচে ১৩ উইকেট শিকারে রান ব্যয় করেছেন ১২১। রান রেটের বিচারে হেরে গেলেন ইনোকা।