বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নেতাকর্মীদের উপর হামলা করে করে বাধা দিয়ে বিএনপিকে দমানো যাবে না বরং প্রতিটি হামলার জবাব জনগণ দিবে। তিনি বলেন সরকারের পায়ের তলায় মাটি নেই। তাই বিএনপির বিশাল সমাবেশ দেখে তারা উন্মাদ হয়ে গেছে। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় নয়াপল্টনে বিক্ষোভ শেষে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহে বিভাগীয় সমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্শীদের উপর পথে পথে সশস্ত্র আক্রমণ, মোবাইল ও টাকা পয়সা ছিনতাই, গাড়ি ভাংচুর এবং সাবেক ছাত্রদল নেতা আশিককে তুলে নেয়ার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। নয়াপল্টন থেকে কাকরাইল হয়ে আবার নয়াপল্টনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

মিছিলে আরও অংশ নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, যুবদল নেতা গোলাম মাওলা শাহীন, খন্দকার এনামুল হক এনাম, ওমর ফারুক মুন্না, মো: জিন্নাহ, আলমগীর কবির সেলিম, মো: আতাউর রহমান, রবিউল ইসলাম নয়ন, মশিউরর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা ডা: জাহিদ হোসেন, সাবকে ছাত্র নেতা আবুল হাসান, আমিনুর রহমান আমিন