টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর কাল শুরু। রোববার তাসমানপাড়ে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচটা খেলবে শ্রীলঙ্কা–নামিবিয়া।
এই দুই দলের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। তবে বিশ্বকাপে অংশগ্রহণ করা সকল দলই পৌঁছে গেছে অস্ট্রেলিয়াতে। আজ শনিবার বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ব্রিসবেন পা রাখে টাইগার বাহিনী তথা বাংলাদেশ দল। কাল ১৬ অক্টোবর থেকে শুরু হবে প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব সুপার ১২ খেলবে। মূল পর্ব শুরু হবে ২২ অক্টোবর থেকে। তবে এর আগেই সব দল নিজেদের প্রস্তুতি ম্যাচ খেলবে। অপর দিকে আইসিসি আয়োজিত ফটোসেশনেও অংশ নিয়েছে সব দলের অধিনায়কেরা।
এ কারণেই দলের আগেই গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ত্রিদেশীয় সিরিজ শেষ করেই অস্ট্রেলিয়াতে চলে আসেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এর মাঝেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ মুহূর্তে দলে দুই পরিবর্তন এনে চমক দেখিয়েছে। সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে বাদ দিয়ে বাংলাদেশের চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার ও শরিফুল ইসলাম। আইসিসির বেঁধে দেয়া নিয়ম অনুযায়ী, ১৫ অক্টোবরের মধ্যে অংশগ্রহণকারী দলগুলোকে দিতে হতো টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড। তার একদিন আগেই শুক্রবার (১৪ অক্টোবর) নিজেদের চূড়ান্ত দল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠায় বিসিবি।