বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম লন্ডন থেকে এসে মঙ্গলবার নিখোঁজ ছিলেন। দুপুর খেকে এই নিখোঁজ –খবর প্রচারিত হয়েছে বাগেরহাট ও খুলনায়। পরে বিভিন্ন সূত্রে খোজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে তিনি দুদকের মামলায় খুলনা জেলা করাগারে সাজা প্রাপ্ত কয়েদি হিসাবে মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে প্রবেশ করেছেন বলে খুলনা ডেপুটি জেলার ফখরুদ্দিন নিশ্চিত করেছেন। মহানগর বিএনপি সদস্য সচিব মঙ্গলবার রাতেও এব্যাপারে কোন তথ্য জানাতে পারেননি। রাতে আদালত পাড়ার সূত্র হতে জানা যায়, আয়ের উৎস গোপন ও অসত্য তথ্য দেওয়ার মাধ্যমে ফকির তরিকুল ইসলাম বিরুদ্ধে নিজের ও স্ত্রীর নামে প্রায় ৭০ লাখ সাত হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জনের অভিযোগ এনে ২০০৯ সালের ১০ এপ্রিল দুদক মামলা দায়ের করা হয়। তিনি ১৯৯৮ থেকে ২০০৮ পর্যন্ত ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান ছিলেন। খুলনা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বাগেরহাট সদর থানায় মামলাটি করেন। এজাহারে বলা হয়, ফকির তারিকুল ইসলাম বিগত জোট সরকারের সময়ে প্রভাব খাটিয়ে অসৎভাবে এ অর্থ আয় করেন। দুদক প্রাথমিক অনুসন্ধানের জন্য ২০০৮ সালের ৯ আগস্ট ফকির তারিকুল ইসলামকে সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দেয়। ১৩ আগস্ট তিনি ৩২ লাখ ৭৪ হাজার ৭৪১ টাকা দুই পয়সার সম্পদ বিবরণী দাখিল করেন। এজাহারে বলা হয়, দুদক তদন্ত করে জানতে পারে ফকির তরিকুল তার সম্পদ ও সম্পত্তির মূল্য নির্ধারণের ক্ষেত্রে ৪৬ লাখ ৫৬ হাজার ২৯২ টাকার তথ্য গোপন করেছেন। সে হিসেবে তার মোট আয় হয় ৭৯ লাখ ৩১ হাজার ৩৩ টাকা দুই পয়সা। ২০০৭-০৮ অর্থ বছরে তিনি আয়কর দিয়েছেন ৯ লাখ ২৩ হাজার ৮৫০ টাকা। এই মামলার বিচার চলাকালে তরিকুল ইসলাম পলাতক ছিলেন। পলাতক অবস্থা এই মামলার রায়ে তার তিন বছর সাজা হয়। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে খুলনা বিভাগীয় স্পেশাল আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর দুপুর ১টা ১০ মিনিটে তাকে খুলনা কারাগারে নেওয়া হয়। কারাগারের ডেপুটি জেলার মো. ফখরুদ্দিন বলেন, বিভাগীয় স্পেশাল আদালতের ৯/১১ মামলায় তরিকুল ইসলামকে হাজতি হিসেবে দুপুরে কারাগারে আনা হয়। তার পিতার নাম রজব আলী ফকির। তিনি বাগেরহাটের খান জাহান আলী মাঝার দীঘির পাড় এলাকার বাসিন্দা। তিনি সাজা প্রাপ্ত্ত আসামী হিসাবে কারাগারে এসেছেন। সাবেক যুবদল নেতা ফকির তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। ৮/৯তারিখ ঢাকা এসেছেন বলে বাগেরহাটের কয়েকজনকে মোবাইল করে মঙ্গলবার খুলনা থাকার কথা জানান। কিন্তু দুপুরের পর হতে তার খোজ না পাওয়াই পরিবারের পক্ষ হতে মোবাইল করে খুলনায় বিভিন্ন মিডিয়ার কাছে খবর নিয়ে এই নিখোঁজের খবর প্রচারিত হয়।
রুহুল আমিন বাবু