মেহর ছায়াকরকে আইসিসির দুর্নীতি দমন ট্রাইব্যুনাল আইসিসি এবং ক্রিকেট কানাডা দুর্নীতি বিরোধী কোডের সাতটি লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করার পরে ১৪ বছরের জন্য সমস্ত ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। আইসিসি তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের স্পষ্ট প্রমাণ পেয়েছে বলে আজ আইসিসি ঘোষণা করেছে।
সংযুক্ত আরব আমিরাতে হয়ে খেলা ভারতের সাবেক ক্রিকেটার ছায়াকর, এপ্রিল ২০১৯-এ জিম্বাবুয়ে বনাম সংযুক্ত আরব আমিরাত সিরিজের ম্যাচ এবং ২০১৯ সালে কানাডার জিটি২০-এর ম্যাচগুলির ক্ষেত্রে আইসিসি-র দুর্নীতি বিরোধী কোড ২.১.১, ২.১.৪, ২.৪.৬, ও ২.৪.৭ এবং ক্রিকেট কানাডা দুর্নীতিবিরোধী কোডের নিম্নলিখিত বিধানগুলি লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হয়েছে।
এ প্রসঙ্গে আইসিসি মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেছেন: “আমরা প্রথম মেহার ছায়াকারের মুখোমুখি হয়েছিলাম ২০১৮ সালে আজমানে। সেখানেএকটি দুর্নীতিগ্রস্ত ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। যে অভিযোগের জন্য তিনি এখন দীর্ঘ নিষেধাজ্ঞা পেয়েছেন তা তার ধারবাহিক দুর্নীতিরই উদাহরণ। আমাদের খেলাধুলাকে কলুষিত ও ক্ষতিগ্রস্থ করছে তার এসব কর্মকান্ড। যারা ক্রিকেটকে কলুষিত করার চেষ্টা করে তাদের অনুসরণ ও বাধা দিতে আমরা নিরলসভাবে কাজ করব। ১৪ বছরের নিষেধাজ্ঞার মাধ্যমে, ট্রাইব্যুনাল বার্তা পাঠিয়েছে, অন্যদের এসব কাজ থেকে বিরত রাখতে।’
সূত্র : আইসিসি