ভারত-পাকিস্তা মানেই অন্য কিছু। সেটা যেকোন ক্ষেত্রেই হউক না কেন। বিশেষ করে ক্রিকেট মাঠে যদি হয় পাক-ভারত লড়াই তাহলে তো কথাই নেই। হউক না সেটা নারীদের ক্রিকেট, তাতে কি!
নারী ক্রিকেটের এশিয়া অঞ্চলের আসর এশিয়া কাপ সিলেটে বসেছে। এ আসরের সেরা ম্যাচ হিসেবে শুরু থেকেই বিবেচনা করা হচ্ছে পাক-ভারত নারী ক্রিকেট দলের লড়াইকে। সিলেটের ২২ গজি উইকেটে কাল দুপুরে ব্যাটে-বলে যুদ্ধে নামবে দুই ক্রিকেট পরাশক্তি।
খুব স্বাভাবিক ভাবেই এই লড়াইয়ের আগে দুই দলের আগেকার হিসেব-নিকেষটা সামনে চলে আসে। আগেকার সে হিসেবটা বলছে ভারত সব দিক থেকেই এগিয়ে। ভারতীয় নারী ক্রিকেট দল আগের ৬ আসরের এশিয়া কাপে ৫ বার শিরোপা ঘরে তুলেছে। প্রক্ষান্তরে পাকিস্তানী নারী ক্রিকেট দল ১ বারও পারেনি।
আরেকটি বিষয় হচ্ছে, এর আগে পাক-ভারত নারী ক্রিকেট দলের লড়াই হয়েছে টি২০ লেভেলে ১২ বার। তাতে ১০ বারই জয়ের মুখ দেখেছে ভারতীয় নারীরা। পার্থক্যটা তো পরিস্কার।
এছাড়া চলমান এ আসরেও ভারতীয় নারী ক্রিকেট দল ৩ ম্যাচ খেলে ৩টিতেই জয় ছিনিয়ে নিয়েছে। হারের স্বাদ গ্রহণ করেনি, অপর দিকে পাকিস্তান দুর্বল থাইল্যান্ডের বিপক্ষে হেরে ৩ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় সারিতে।
তবে আগের পাকিস্তান নারী ক্রিকেট দল আর ২০২২ সালের এখনকার দলটির মধ্যে বিস্তর ফাঁরাক আছে। মাঠের পারফর্মেন্স সে দিকেই ইঙ্গিত দিচ্ছে। কাল দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচ শেষেই বোঝা যাবে পাকিস্তান কতটা বদলে যাওয়া দল!