সন্তান ও সন্তানের বাবার নাম ঘোষণার পরে এবার ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে তিনটি নজরকাড়া ছবি পোস্ট করেছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। সেই সঙ্গে জানিয়েছেন তার জীবনের দুটি গুরুত্বপূর্ণ তারিখ। যার মধ্যে একটি তার বিয়ের তারিখ। আরেকটি সন্তানের জন্ম তারিখ।
আজ সোমবার সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তিনি এ তথ্য জানান।
ইংরেজিতে লিখে তিনি জানান, ২০১৮ সালের ২০ জুলাই আমাদের বিয়ের তারিখ এবং আমাদের ছেলের জন্মদিন ২০২০ সালের ২১ মার্চ। অর্থাৎ চার বছরেরও বেশি সময় আগে বিয়ে হয়েছে শাকিব ও বুবলীর।
এই পোস্টে দেওয়া ছবি তিনটি যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ার থেকে তোলা বলে উল্লেখ করেছেন এই নায়িকা। এরপর তিনি তাদের জন্য দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার সকালে শাকিব খান ও বুবলীর আড়াই বছর বয়সী সন্তান শেহজাদ খানের খবর প্রথম প্রকাশ্যে আসে। এরপর থেকেই তাদের ঘিরে আলোচনা তুঙ্গে। ফেসবুকে পোস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে দুজনে তাঁদের সন্তানের খবরটি প্রকাশ্যে আনেন।
এদিকে, সন্তানের খবর জানালেও জনপ্রিয় এই জুটির বিয়েবিচ্ছেদ হতে চলেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। গত শনিবার শুটিংয়ে ফিরলেও তারা কেউ কারও সঙ্গে কথা বলেননি।