সিলেট ক্রিকেট স্টেডিয়াম থেকে

প্রতিদিনই সিলেটে বৃস্টি হচ্ছে। নারী এশিয়া কাপ শুরুর আগে থেকেই বৃষ্টির টানা আক্রমণ চলছে। আজ মধ্যরাত থেকে টানা বৃস্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে টসছিল জয়ের প্রধান হাতিয়ার। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে ভারত-মালেশিয়ার ম্যাচে কোন ক্রমে এক ইনিংস শেষ হলেও দ্বিতীয় ইনিংস শুরু পর পরই বন্ধ হয়ে গেল প্রচন্ড বৃষ্টির তোড়ে। তবে বৃষ্টি আইনেই ৩০ রানে জয় পেল ভারত। মাঠে আর নামার দরকার হয়নি।

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় মালেশিয়ানরা। ভারতের টপ অর্ডারের তিন জন ৫৩ বলে ৬৩, শেফালি ভার্মা ৩৯ বলে ৪৬ আর রিচা ঘোষের ১৯ বলের ৩৩ রানের মারকুটি ইনিংসে ভর দিয়ে ভারত ২০ ওভার শেষ করে স্কোর বোর্ডে জমা করে ১৮১ রানের মতো বিশাল পুঁজি। ব্যয় করেছে মাত্র ৩টি উইকেট।

১৮২ রানের বড় মিশনে নেমে মালেশিয়ান নারী দল শুরু থেকেই ভারতীয় নারী দলের বোলিং তোপের মুখে পড়ে। টানা ৪ ওভারে মাত্র জমা করে ৬ রান, এরপর ৫.২ ওভার পর্যন্ত যেতে ১৬ রান সংগ্রহ করলেও হারিয়ে বসে ২ উইকেট। এরপর সেই বৃস্টির হানা।

বৃষ্টি যখনই থামুক, ম্যাচটা হবে কর্তনকৃত বৃষ্টি আইনে। শেষ বিকেলে সিলেটের পশ্চিম দিকে সুর্য যখন হেলে পড়তে শুরু করে তখন পিচ কাভার তুলে নেয়া হলেও সময় স্বল্পতা আর বৃষ্টি আইনে ৫ ওভারের বেশি খেলা হয়ে থাকলে তখন কর্নকৃত রান রেটেন হিসেব কষেন ম্যাচ রেফারি। সেটা করে দেখা গেল, ভারতীয় নারী ক্রিকেট দল ৩০ রানে জয় হয়ে গেছে।

দুই ম্যাচে জয় পাওয়া ভারত কাল দুপুরে আমিরাতের নারী দলের বিপক্ষে খেলতে নামবে। হিসেব অনুয়ায়ী আমিরাত হারবে এটা সহজ হিসাব। সে হিসেবে ভারত নারী এশিয়া কাপের সেমি ফাইনালে পা দিয়েই রেখেছে।

ম্যাচ শেষে তাই তো সেরা ব্যাটারের নাম ঘোষণার পর ভারতের পক্ষে ৫৩ বলে ৬৯ রান করা মেঘলা বলেন, আমরা আপাতত সেমি ফাইনাল নিয়ে ভাবছি। সেমি ফাইনালে যাবার পথে প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।