বাংলাদেশের পুরুষ ক্রিকেটের চেয়ে নারী ক্রিকেট দিন দিন এগিয়ে যাচ্ছে উন্নতির শীর্ষ লেভেলে। সেটা আসলে কতটা উচ্চ লেবেলে? তা জানতে তো দুবাই পর্যন্ত উড়ে গিয়েছেন বিসিবি বস খ্যাত নাজমুল হাসান পাপন। এবার ঘরের মাঠে সিলেটে নারী এশিয়অ কাপের ৭ম আসর বসেছে। সেটা তো নিজের চোঁখে পাপন দেখতে চাইবেন।
টি২০ বিশ্বকাপের বাছাই পর্বে আইরিশ মেয়েদের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দল এশিয়া কাপে কি করতে পারে বা ভারত পাকিস্তানের বিপক্ষে কতটা প্রতিরোধ গড়তে পারে, সেটাই এখন মুল বিষয়। বিসিবি সভাপতি পাপন মুলত সেটার আগাম চিত্রটা দেখতেই হয়তো সিলেট ভেনু্য পরিদর্শন করলেন।