সিলেট ক্রিকেট স্টেডিয়াম থেকে
শনিবার সকাল ৯টায় নারী এশিয়া কাপের ৭ম আসর মাঠে গড়িয়েছে। উদ্বোধনী ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ান ও স্বাগতিক বাংলাদেশ টস হেরে বল করতে নেমেছে থাই নারী ক্রিকেট দলের বিপক্ষে। ১ অক্টোবরে সিলেটে স্বাভাবিক ভাবেই গরমের প্রকোপটা কমে আসে। কিন্তু গত কয়েক দিন ধরেই সিলেটে গরমের তাপপাত্রাটা বেড়েছে। আজ শনিবার ৩০ ডিগ্রির ওপরে তাপমাত্রা ছিল সকাল সাড়ে ৯টায়। এরই মাঝে বাংলাদেশ-থাই দুই দলের নারী ক্রিকেট দল খেলতে নেমেছে।
নিজেদের ঘরের মাঠে এবং সবে মাত্র দুবাইয়ের গরম থেকে খেলে দেশে আসা নিগার সুলাতাদের তেমন একটা সমস্যা হয়নি। টস জিতে থাই নারী দলের দুই ওপেনার নানানপ্যাট আর ন্যাথাক্যান দলীয় স্কোর ১৩ অবদি যেতেই বাংলােদেশের সানজিদা আঘাত হানেন। ব্যক্তিগত ৮ রানের মাথায় নানানপ্যাট বোল্ড হয়ে ফেরত যান সানজিদার বলে। এরপর থাই অধিনায়ক নাডুইমল এলেন আর গেলেন। বাংলাদেশের স্পিনার সোহেলী অধিনায়ককে এলবি’র ফাঁদে ফেলে সাঁজ ঘরের পথ দেখান।
২ উইকেটে দলীয় স্কোর ১৬ রানে থাকা থাই দলের রানের চাকা সচল রেখে উইকেট পতন আটকানোর মিশনে সফরতা দেখালেন ওপেনার ন্যাথাক্যান। তিনি সঙ্গে হিসেবে পেলেন তৃতীয় ব্যাটার প্যান্নিটাকে, দুই জনে মিলে নিগার সুলতানাদের সকল আক্রমণ সামলে ১০ ওভার অবদি টিকে গেল থাই ৩য় জুটি, দুই জনেরই ১৫ রান করে নামের পাশে জমা করেছেন। আর দলীয় স্কোর ১০ ওভারে ৪১।