সিলেট ক্রিকেট স্টেডিয়াম থেকে
সকাল ৭টায় সুরমা নদীর ওপারে বাস থেকে নেমে সিএনজিতে করে হযরত শাহজালাল (র:) মাজারের গেইটে (আম্বারখান) পা রাখলাম। এরপর সিএনজি বদলে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের মুল ফটকের সামনে। কিন্তু এই প্রায় ৪৫ মিনিটের সময়ের মধ্যে রাস্তার কোথায় নারী এশিয়া কাপের কোন আলমাত চোঁখে পড়ল না। কোথায় কোন ব্যানার, ফেসটুন বা দেয়াল লিখন কিছুই নেই! হতবাক হলাম, ৭টি দেশের এতো বড় একটি আসর অথচ সিলেটের এর কোন প্রচারই নেই, ঠিক বুঝলাম না।
‘এই না বুঝাটা’ বুঝতে প্রশ্ন করলাম সিএনজি চালককে। সে যে জবাব দিল তাতে মাথায় হাত। চালকের বক্তব্যটা ছিল এ রকম- কই কোথায় খেলা, কারা খেলবে? কিছু শুনি নই তো? সিলেটে ক্রিকেট খেলা হইব না-কি? কবে?’ এবার আমার জবাব দেবার পালা। ঢাকা থেকে কেন সিলেটে এসেছি এবং ৭ দেশের নারী এশিয়া কাপের বিস্তারিত জানালেন।
সিএনজি চালকটি অবাক হয়ে জানালো-আমরা কেউ তো কিছুই জানি। চালকের বক্তব্য যে সত্য, তার প্রমান পেলাম পুরো রাস্তা দিয়ে যাবার পথে এবং স্টেডিয়ামের মুল গেইটের নামনে দাঁড়িয়ে। অবাক হয়ে দেখলাম কেথায় কোন প্রচারণা নেই। স্টেডিয়ামে মুল গেইটের সামনে সেই কবে চুনকাম করা হয়েছে সেটা এখন কালচে হয়ে গেছে। নতুন করে নারাী এশিয়া কাপের উপলক্ষ্যে চুনকামও করা হয়নি। মুল গেইটে নেই কোন এশিয়া কাপের বড় কোন চোঁখে পড়ার মতো ব্যানার। তাহলে সিলেট বাসী জানবে কি করে কাল তাদের শহরেই বসতে যাচ্ছে ৭ দেশের নারী ক্রিকেট আসর!
তবে স্টেডিয়ামের মুল গেইটের লাইট পোষ্টের পাশে খানিকটা চোঁখ রাখলে দেখা যাবে অনেক রাজনৈতিক ফেসটুনের সঙ্গে সিলেট মেয়রের একটি ফেসটুন। কিন্তু এটা যে নারী এশিয়া কাপে ’স্বাগতম’ জানিয়ে লাগানো হয়েছে তা বুঝতে সামনে গিয়ে ওপরের দিকে তাঁকিয়ে ভাল করে পড়তে হবে। এই হচ্ছে নারী এশিয়া কাপে স্বাগতিক সিলেট ও ক্রিকেট বোর্ড-র প্রচারণা।