দক্ষিনাঞ্চলের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বাগেরহাট থিয়েটারের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। দুই দিন ব্যাপী এ সম্মেলনের শেষদিনে শুক্রবার বেলা ১১ টায় সকল সদস্যদের সম্মতিক্রমে শেখ আজমল হোসেন কে সভাপতি তাবেদার-ই রসুল চান্নু কে সহ-সভাপতি গোলাম কিবরিয়া লাভলুকে সাধারন সম্পাদক করে ৩ বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহি কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যরা হলেন, সহ-সাধারন সম্পাদক ওয়াহিদ মুরাদ মধু, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক হরপ্রসাদ হালদার মিঠু, দপ্তর সম্পাদক আজমীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিক রেনজার, অনুষ্ঠান সম্পাদক শহিদুল হক ও প্রশিক্ষন এবং গবেষনা সম্পাদক নাজমুল আহসান। এ ছাড়া নির্বাহী সদস্য তৈয়েবুর রহমান, সাইফুল হক, আবু বক্কার সিদ্দিকী, ফকির মোঃ নওরেশুজ্জামান লালন ও তানিম আহম্মেদ। কমিটি গঠন সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট টিভি অভিনেতা তাবেদারই রসুল চান্নু। #
বাগেরহাট।