সিলেট ক্রিকেট স্টেডিয়াম থেকে

সিলেটে নারী এশিয়া কাপে এবারের আসরে বাংলাদেশ অনেকটা এগিয়ে রয়েছে। কারণ গত আসর (২০১৮) চ্যাম্পিয়ন ছিল এই বাংলাদেশই। এবার দুবাই থেকে টি২০ বিশ্বকাপের বাছাই পর্বে সেরা হওয়ার ফলে মানসিক দিক দিয়ে নিগার সুলতানার বাংলাদেশ অনেক বেশি আত্নবিশ্বাসী।

আজ সকাল সাড়ে ১০টায় সিলেট ক্রিকেট স্টেডিয়ামের কড়া রোদে কঠিন তাপমাত্রায় অনুশীলন থামিয়ে রাখেনি। এমন নয় যে অন্য দল গুলো প্রচন্ড গরমে অনুশীলন বাদ দিয়েছে। সকাল ১০টার দিকেই শক্তিশালী ভারত আর এর আরো আগে পাকিস্তান, থ্যাইল্যান্ড অনুশীলনে নেমে পড়ে।

সিলেট স্টেডিয়ামের গ্রাউন্ড ২ এর নেটে আর আউট ফিল্ডে দল গুলোকে আলাদা আলাদা অনুশীলন চারিয়ে যায়। তবে এর মাঝে বাংলাদেশ দলের দিকে ফোকাসটা ছির বেশি। এই আসরে যদি বাংলাদেশ ভাল কিছু করতে পারে তাহলে সেটা হবে টি২০ বিশ্বকাপের মঞ্চে একটা বাড়তি টনিক।

দক্ষিণ আফ্রিকা টি২০ বিশ্বকাপে যদি বাংলাদেশ যদি বাছাই পর্বের চ্যাম্পিয়নের মুকুটের সঙ্গে এশিয়ার সেরা হয়ে যেতে পারে তাহলে সেটা নিগার সুলতানাদের অনেকটা পথ মানসিক ভাবে এগিয়ে দেবে বলেই মনে করেন দলের কোচ এ কে এম মাহমুদুল ইমন।