ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি শুক্রবার একটি ভিডিও বার্তায় বলেছেন, রাশিয়ার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন তিনি। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অধীনে রাশিয়ার সঙ্গে কোনো ধরনের আলোচনা করা ‘অসম্ভব’ হবে।

এ ব্যাপারে জেলেনস্কি বলেন, আলোচনার ক্ষেত্রে ইউক্রেন এগিয়ে ছিল এখনো আছে। আমাদের রাষ্ট্রই যেটি সবসময় রাশিয়াকে সহযোগিতামূলক, সমান, বিশ্বাসী, সুন্দর এবং ন্যায্য একটি চুক্তিতে পৌঁছাতে আহ্বান জানিয়েছে।

কিন্তু এটি নিশ্চিত রাশিয়ার এই প্রেসিডেন্টের সঙ্গে এমন চুক্তি সম্ভব নয়। সে জানে না বিশ্বাস ও সম্মান কি।

আর তাই আমরা রাশিয়ার সঙ্গে আলোচনা করতে রাজি আছি ঠিকই, কিন্তু রাশিয়ার অন্য আরেক প্রেসিডেন্টের সঙ্গে, যোগ করেন জেলেনস্কি।

এদিকে শুক্রবার ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই এটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান জেলেনস্কি। তিনি পুতিনের ঘোষণার পরপরই জানান, ইউক্রেনে ন্যাটোতে যোগ দিতে আবেদন করেছে।

অন্যদিকে পুতিনের এমন ঘোষণার পর রাশিয়ার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

সূত্র: দ্য গার্ডিয়ান