সিলেট ক্রিকেট স্টেডিয়াম থেকে
সকাল ৮টায় সিলেট ক্রিকেট স্টেডিয়ামের পা রেখেই দেখা পেলাম ঢাকা থেকে আগত বিসিবির বিশেষ নিরাপত্তা গ্রুপ। ভেতরের দিকে যেতে নজরে এলো ঢাকা থেকে আসা নিরাপত্তা গ্রুপের সদস্যদের বিশেষ কার্যক্রম। মুল ৭টি দেশের এতোবড় নারী ক্রিকেটের আসরে বিসিবি নিরাপত্তা ইসু্যতে কোন ফাঁক রাখতে চায় না।
অন্যদিকে মাঠের ভেতরে গ্রাউন্ডম্যানরা শেষ সময়ের প্রস্ততির ছোঁয়া দিচ্ছে সেন্ট্রাল উইকেট আর আউট ফিল্ডে। মাঠের কাজ চলছে অনেক দিন ধরেই। সেটা মাঠ চারদিকে পরিদর্শন করেই বোঝা গেল। মোট ৮টি উইকেট প্রস্তুত রাখা হয়েছে নারী এশিয়া কাপের জন্য। গ্যালারি সহ আশ-পাশের সব কিছুই ধোয়ামোছার পর্ব শেষ করা হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা রাত পেরুলেই সকাল ৯টায় স্বাগতিক বাংলাদেশের মাঠে নামা থাইল্যান্ডের বিপক্ষে।