গাজীপুরে যেসব রিয়েল এস্টেট ও হাউজিং কোম্পানী রয়েছে তাদের সংগঠন “গাজীপুর রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন (গৃহ)” এর সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা শহরের রাজবাড়ি সড়কের গাজীপুর ক্লাব লিমিটেড এর সম্মেলন কক্ষে এ সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় নাস হোল্ডিংস এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হোসেন ঢালীকে সভাপতি ও জেসমিন বিল্ডার্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ ফাকরুল ইসলামকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ২ বছর মেয়াদী ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী আলীম উদ্দিন বুদ্দিন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী শরীফ হোসেন ঢালী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ ফাকরুল ইসলাম।