সিলেট ক্রিকেট স্টেডিয়াম থেকে
রাত পোহালেই নারী এশিয়া কাপ মাঠে গড়াবে। সকাল ৯টায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশ খেলতে নামবে থ্যাইল্যান্ডের বিপক্ষে। দুবাই থেকে টি২০ বিশ্বকাপের বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরা এই নারী ক্রিকেট দলটি তেমন ভাবে বিশ্রাম পায়নি। সরাসরি সিলেটে পা রেখেছে দুই দিন আগেই, চলছে অনুশীলন পর্ব।

যেহেতু মাত্র দুবাই থেকে সিলেটে এসেছে তাই সকলের দৃষ্টিটা বাংলাদেশ নারী দলের দিকেই বেশি। তারপরও ভারত আর পাকিস্তানের নারী ক্রিকেট দলের সদস্যদের মাঝে বাংলাদেশ যথেস্ট ফোকাস পেয়েছে মুলত বাছাই পর্বে সেরা হওয়ার ফলেই। দুবাইয়ে কঠিন আবহাওয়াতে খেলা আসাটা নিজেদের জন্য একটা পরীক্ষাই মনে করছেন স্বাগতিক দলের নারী অধিনায়ক নিগার সুলতানা।

সিলেট ভেনু্তে কাল মাঠে নামার আগে সকাল সাড়ে ১০টায় স্টেডিয়ামের অনুশীলন মাঠে হাজির হয়ে যায় পুরো বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে বিসিবি থেকে আগেই জানিয়ে রেখেছিল নিগার সুলতানা ও কোচ অনুশীলনে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হবেন। সে মোতাবেক নিগার সুলতানা ও দলের কোচ বাস থেকে নেমে ভেতরে যাবার আগে ভবনের নিচে দাঁড়িয়েই কথা বললেন।

অধিনায়ক নিগার সুলতানা সংবাদ সম্মেলনে বলেন, দুবাইয়ে কঠিন আবহাওয়া থেকে খেলে এখন সরাসরি নিজেদের চেনা পরিবেশে খেলাটা সহজ হবে বলেই মনে কর। এছাড়া আমরা ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করেছি। আমরা কেউ আলাদা ভাবে কোন কিছু ভাবছি না। একটি টিম হিসাবে খেলতে চাই। দলের সবাই যখন একসঙ্গে পারফর্ম করবে তখন কঠিন কাজও সহজ হয়ে যায়।’ কিন্তু শক্তিশালী পাকিস্তান আর ভারতের বিপক্ষে কোন পরিকল্পনা বা ছক তৈরি করা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন,’না’ আমরা পাকিস্তান বা ভারত নিয়ে আলাদা কোন কিছুই ভাবছি না।’

অন্যদিকে দলের অন্যতম সেরা ব্যাটার ও সাবেক অধিনায়ক সালমা বলেন, ‌’যেহেতু আমরা এই মাঠে আগেও খেলেছি, তাই আমরা এ মাঠে কিছুটা হলেও ফেভার পাব। আমাদের জন্য সহজ হবে।’