ইরাকি পার্লামেন্টে স্পিকারের পদত্যাগের একদিন পর ইরাকি সরকারি ভবনের চারপাশে চারটি রকেট আঘাত হেনেছে। বাগদাদের গ্রিন জোনে রকেট গুলো আঘাত করেছে। সরকারি ভবন এবং বিদেশী মিশনের আবাসস্থল গুলো কয়েক সপ্তাহ ধরে নিরাপত্তাহীনতায় রয়েছে রিপোর্টে প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর পূর্ব দিক থেকে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্রের দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। এছাড়া এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে স্থানীয় ইরাকি পুলিশ কর্মকর্তারা জানিয়েছে।
ঘটনার সূত্রপাত, বুধবার ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সদরের সমর্থকরা গ্রিন জোনে বিক্ষোভ বড় আকারে করার চেষ্টা করেছিল। তখন ইরাকি পার্লামেন্ট তার স্পিকারের পদত্যাগের বিষয়ে একটি অধিবেশন অনুষ্ঠিত হচ্ছিল। বিক্ষোভকারীরা পার্লামেন্টের পাহারায় থাকা নিরাপত্তা বাহিনীকে অতিক্রম করে ভেতরে প্রবেশের করার চেষ্টা করলে দাঙ্গা পুলিশের মুখোমুখি হয়। এরপই দাঙ্গা ভয়াবহ রূপ নেয়।
বুধবার বিকেলে ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যমও জানিয়েছে যে তিনটি কাতিউশা রকেট গ্রিন জোনে আঘাত হেনেছে। গ্রিন জোনে রকেট হামলা গত কয়েক বছর ধরে সাধারণ ঘটনা, যদিও সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের হামলার সংখ্যা অনেকটাই কমেছে। ইরান-সমর্থিত মিলিশিয়া সংগঠন গুলো সাধারণত ক্ষেপণাস্ত্রগুলি পশ্চিমা লক্ষ্যবস্তুতেই আঘাত হানে।
সূত্র: আল-জাজিরা