বাল্টিক সাগরে গ্যাসের প্রবাহে ফুটোর ঘটনায় চিন্তিত ইউরোপীয়রা। রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত সমুদ্রের তলদেশের নর্ড স্ট্রিম পাইপলাইনগুলি থেকে হঠাৎ করে কোন কারণ ছাড়াই ফুটো হওয়া “কাকতালীয় নয়” বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন। নেতারা বলেছে, এটি নাশকতা ছাড়া কিছুই না। তবে কেউ কেউ রাশিয়ার দিকে ইঙ্গিত করছে।
ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা এ প্রসঙ্গে বুধবার সতর্ক করেছেন। বলেছে, “ইউরোপীয় শক্তির অবকাঠামোর উন্নয়েনে ইচ্ছাকৃত ভাবে ব্যাঘাত ঘটানো সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। সমস্ত তথ্য নির্দেশ করে এই ঘটনা একটি ইচ্ছাকৃত কাজের ফলাফল।”
বাল্টিক সাগরে গ্যাসের প্রবাহ সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা আরো জানিয়েছে, রাশিয়া এবং ইউরোপীয় অংশীদাররা পাইপলাইনগুলি নির্মাণের জন্য বিলিয়ন ডলার ব্যয় করেছে। এই গ্যাস লাইন ফুটো হওয়ার পেছনে কে বা কারা আছে, সেটা এখনও স্পষ্ট নয়।
ফুটোর কারণে পাইপলাইনগুলি সম্প্রতি ডেনমার্ক এবং সুইডেনের গুরাত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলের বেশ কয়েকটি স্থানে বিস্ফোরিত হয়েছে। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলা অবস্থাতেই ঘটনাটি ঘটেছে। তখন পাইপ লাইন-ই কোনটিই চালু ছিল না।
ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ স্পষ্টভাবে এ ঘটনার জন্য নাশকতাকে দায়ী করেছেন। “প্রতিরক্ষা মন্ত্রী মর্টেন বোডসকভের সাথে নর্থস্ট্রিম পাইপলাইনে নাশকতা নিয়ে আলোচনা করেছেন। বলেছেন,”আমরা ন্যাটো দেশগুলিতে গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষার কথা বলেছি।”
অন্যদিকে অপারেটর সংস্থা গ্যাজপ্রম নর্ড স্ট্রিম ক্ষতিটিকে “অভূতপূর্ব” বলে অভিহিত করেছে। এ প্রসঙ্গে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানিতে একচেটিয়া ক্ষমতার অধিকারী রাশিয়ান নিয়ন্ত্রিত সংস্থা গ্যাজপ্রম মন্তব্য করতে অস্বীকার করেছে।
সূত্র : আল-জাজিরা