জাতীয় শিক্ষা পদক ২০২২ এ জেলা পর্যায়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাঈদা শবনম শ্রেষ্ঠ মনোনীত হয়েছেন। কর্মময় জীবণে মেধা, স্বচ্ছতা, কর্মঠ, হাসি, খুশি এই শিক্ষা কর্মকতার অর্জন পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আগামী দিনে শিক্ষাক্ষেত্রে বড় ধরণের সাফল্য বয়ে আনবে বলে মন্তব্য করেছেন শিক্ষক সমাজ। তাঁর এই অর্জন সকল শিক্ষকদের অনুপ্ররণা জোগানোসহ কোমলমতি শিশুদের সুনাগরিক হতে বিশাল ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তার গৌরব অর্জন বিষয়ে সাঈদা শবনম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, সব সম্ভব হয়েছে মনোনয়ন বোর্ডের সভাপতি জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, সদস্য সচিব জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদারসহ সংশ্লিষ্ট মনোনয়ন বোর্ডের সকল সদস্যের যথাযথ মূল্যায়নের কারণে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করে বলেন, আমি অত্যন্ত খুশি এবং আগামী দিনে আরো স্বচ্ছতার সাথে আমার দায়িত্ব পালনে এই অর্জন সহায়ক ভুমিকা পালন করবে। পৃথক বিবৃতিতে শিক্ষক সমাজ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, নারী উদ্যোক্তাসহ বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন।