‘ওয়ালটন-বিএসপিএস্পোর্টস কার্নিভাল-২০২২’ এ আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) শহীদ তাজউদ্দীন উডেন ফ্লোর ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন ইভেন্ট অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টন এককে মুহাম্মদ সাজ্জাদ হোসেন মুকুল চ্যাম্পিয়ন হন। রানার-আপ হন শামীম হাসান এবং তৃতীয় স্থান অর্জন করেন মোঃ সাফিউর রহমান।
ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন হন শামীম হাসান-মাহমুদুন্নবী চঞ্চল জুটি। আর রানার্স আপ হন আরাফাত ধাড়িয়া-কবিরুল ইসলাম জুটি এবং তৃতীয় স্থান অর্জন করেন মুহাম্মদ সাজ্জাদ হোসেন মুকুল-রুমেল খান জুটি।
কাল বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) প্রতিযোগিতার পঞ্চম দিনে সাতার, ক্যারাম, কলবধীজ ও মহিলাদের লুডু খেলা অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এবারও স্পোর্টস কার্নিভালের সেরা ক্রীড়াবিদের হাতে তুলে দেয়া হবে আব্দুল মান্নান লাডু ট্রফি ও অর্থ পুরস্কার। ট্রফি ও অর্থ পুরস্কার থাকছে সেরা দুই রানার্স-আপের জন্যও। এছাড়া প্রতিটি ইভেন্টের সেরাদের জন ক্রেষ্ট ও অর্থ পুরষ্কার থাকছে। এবারের স্পোর্টস কানির্ভালে ৯টি ডিসিপ্লিনে মোট ১৩টি ইভেন্টে অংশ নিচ্ছেন বিএসপিএ’র শতাধিক সদস্য।
সবকটি খেলাই অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও এর সংলগ্ন বিভিন্ন ভেনু ্যতে।