রাজধানীর তেজগাঁও পশ্চিম নাখালপাড়ায় স্ত্রীকে বিষপানে হত্যার ঘটনায় স্বামী ও প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে তেজগাঁও থানা পুলিশ স্বামী সালামকে রাজশাহীর গোদাগাড়ী এলাকা ও প্রেমিকা শিরিনকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে গ্রেফতার করে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে তেজগাঁও বিভাগের ডিসি আজিমুল হক তার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসামিদের গ্রেফতারের এ কথা জানায়।
তিনি বলেন, পরকীয়ার কারণে স্ত্রী স্মৃতিকে সরিয়ে দিতে দুধের সাথে বিষ মেশায় সালাম ও শিরিন। স্মৃতিকে বিয়ের অনেক আগ থেকে তাদের মধ্যে সম্পর্ক ছিল। কোনো এক কারণে বিয়ে না হলেও বিয়ের পর তাদের যোগাযোগ ছিল। একই সাথে সালাম ও শিরিন দু’জন একই বিস্কুট কারখানায় কাজ করে আসছিল। হত্যার ঘটনায় ভণ্ড জিন বৃষ্টিকেও আটকের কথা জানায় পুলিশ। বৃষ্টির কাছ থেকে দুধ পড়া আনে আসামিরা।