‘ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২২’ এ আজ মঙ্গলবার(২৭ সেপ্টেম্বর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শ্যুটিং ইভেন্টঅনুষ্ঠিত হয়। আর্চারির পর শ্যুটিংয়েও রুমেল খান চ্যাম্পিয়ন হন। রানার-আপ হন আবির রহমান এবং তৃতীয় স্থান অর্জন করেন মীর ফরিদ।

কাল বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রতিযোগিতার চতুর্থ দিনেক্যারম ও ব্যাডমিন্টন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে।এরপর বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) হবে সাঁতার ও দাবা ইভেন্ট। একইদিন কলব্রিজ ও টোয়েন্টি নাইন ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এছাড়া নারী সদস্যরা লুডু ইভেন্টে অংশ নিবেন।শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রিজার্ভ ডে রেখে শনিবার (০১ অক্টোবর)অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী।

প্রতিবারের মতো এবারও স্পোর্টস কার্নিভালের সেরা ক্রীড়াবিদেরহাতে তুলে দেয়া হবে আব্দুল মান্নান লাডু ট্রফি ও অর্থ পুরস্কার।ট্রফি ও অর্থ পুরস্কার থাকছে সেরা দুই রানার্স-আপের জন্যও। এছাড়াপ্রতিটি ইভেন্টের সেরাদের জন্য ক্রেস্ট ও অর্থ পুরস্কার থাকছে।এবারের স্পোর্টস কানির্ভালে ০৯টি ডিসিপ্লিনে মোট ১৩টিইভেন্টে অংশ নেবেন বিএসপিএ’র শতাধিক সদস্য। ইভেন্টগুলো হলো-ক্যারম একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, ব্যাডমিন্টনএকক ও দ্বৈত, দাবা, শ্যুটিং, আরচারি, সাঁতার, কল ব্রিজ ওটোয়েন্টি নাইন। এছাড়া নারী সদস্যরা লুডু ইভেন্টে অংশ নিবেন।সবকটি খেলাই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও এরসংলগ্ন বিভিন্ন ভেন্যুতে।

সূত্র : বিজ্ঞপ্তি