‘ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২২’ এ আজ সোমবার দ্বিতীয় দিনে আর্চারি ইভেন্ট অনুষ্ঠিত হয়। আর্চারিতে রুমেল খান চ্যাম্পিয়ন হন। রানার-আপ হন আবদুল হান্নান এবং তৃতীয়স্থান অর্জন করেন মাহমুদুন্নবী চঞ্চল।
কাল মঙ্গলবার তৃতীয় দিনে কেরাম ও শুটিং ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। এবার সর্বমোট ৯টি ১২টি ইভেন্টের প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে।