কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে সুলতানা কামাল আলিলা গ্রুপ ১৬ তম এ্যাথলেটিকস প্রতিযোগিতা -২০২২।
বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু জানান, আগামীকাল শুক্রবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বিকেল ৩ টায় বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপির সভাপতিত্বে প্রতিযোগিতা উদ্বোধন করবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
প্রতিযোগিতায় ৪০ টি ইভেন্টের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের যথাক্রমে ৩, ২ ও ১ হাজার টাকা করে দেয়া হবে। প্রতি রেকর্ডধারীকে দেয়া হবে ১০ হাজার টাকা করে। দেশের ৬৪ টি জেলার ৮ টি বিভাগের ৪৫০ জন (পুরুষ ও মহিলা) এ্যাথলেট ও ১৫০ জন কর্মকর্তার অংশগ্রহণের অংশগ্রহণে ফটোফিনিশিং মেশিনের মাধ্যমে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। ২ টি গ্রুপে পুরুষদের ২২টি ও মহিলাদের ১৮ টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ সভাপতি ফারুকুল ইসলাম, সহ সভাপতি তোফাজ্জেল হোসেন সদস্য শারমিন সাত্তার মিনু সহ অন্যন্য কর্মকর্তারা।