সম্পন্ন হলো ওয়ালটন কাপ বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ-২০২২-এর প্রিজাজিং পর্ব। বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় তিনদিন ব্যাপী ওয়ালটন কাপ বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে আজ।
২০২২ এর নারী ইভেন্ট ও পুরুষ বডিবিল্ডিং এর প্রিজাজিং পর্ব আজ জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ শেখ কামাল মিলনায়তনে সম্পন্ন হয়েছে। প্রিজাজিং পর্বের মাধ্যমে প্রতিটি ক্যাটাগরি হতে চূড়ান্ত ৬জন
প্রতিযোগী বাছাই করা হয়েছে। তাদের কাল একই ভেন্যুতে প্রতিযোগিতার ফাইনালে অংশগ্রহণ করবেন।
চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।