প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসির স্থগিত চারটি বিষয়ের পরীক্ষা আগামী ১০ থেকে ১৩ই অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো: কামরুল ইসলাম গণমাধ্যমকে পরীক্ষার সম্ভাব্য এ তারিখের কথা জানান।
তিনি বলেন, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সাথে কথা বলে আজ দুপুরের পর চূড়ান্ত সময় জানানো হবে।
এর আগে বুধবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছয় বিষয়ে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। এরপরই দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সই করা বিজ্ঞপ্তিতে চার বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ার কথা জানানো হয়। ওই চার বিষয় হলো গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও রসায়ন।
এর মধ্যে গণিত বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল ২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। এছাড়া ২৪ সেপ্টেম্বর পদার্থবিজ্ঞান, ২৫ সেপ্টেম্বর কৃষিবিজ্ঞান ও ২৬ সেপ্টেম্বর রসায়ন বিষয়ের পরীক্ষার হওয়ার কথা ছিল।
এদিকে কুড়িগ্রামে প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলার এসএসসি পরীক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাড়াও এক তারিখের মধ্যে পরীক্ষা শেষ করার দাবি জানান।
এ ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ফারাজ উদ্দিনকে প্রধান করে শ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত গঠন করা হয়েছে।