সম্পদের হিসাব দিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ডাকে হাজিরা দিয়েছেন কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য জাফর আলম ও তার পরিবার। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দুদকের কক্সবাজার জেলা কার্যালয়ে হাজিরা দেন তিনি। সাথে ছিলেন স্ত্রী শাহেদা বেগম, মেয়ে তানিয়া আফরিন এবং ছেলে তানভীর আহমদ সিদ্দিকী তুহিন।

এর আগে ৪ সেপ্টেম্বর তাদের দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের দলীয় কার্যক্রম থাকায় সেদিন তারা উপস্থিত থাকতে পারেননি। তবে একদিন আগেই ৩ সেপ্টেম্বর দুদকে চিঠি দিয়েই এমপি জাফর বিষয়টি জানিয়ে ছিলেন। সে আবেদনেই তারা ২০ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে আসেন।

দুদক সূত্র জানায়, সংসদ সদস্য জাফর আলমের ক্ষমতা ও প্রভাবকে কাজে লাগিয়ে তার স্ত্রী শাহেদা বেগম সরকারি জমি, চিংড়ির ঘের, জলমহাল দখল, মাদক কারবার, চাঁদাবাজি এবং অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। এই অভিযোগ তদন্তের জন্য সংসদ সদস্য জাফর আলম এবং তার স্ত্রী-সন্তানদের দুদক কার্যালয়ে ডাকা হয়েছে।

তবে শাহেদা বেগম সাংবাদিকদের কাছে দাবি করেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। রাজনৈতিক প্রতিপক্ষ তার বিরুদ্ধে দুদকে মিথ্যা অভিযোগ দিয়েছে।

স্ত্রীর সম্পদের অনুসন্ধানকে চিহ্নিত মহলের ষড়যন্ত্র বলে দাবি করে এমপি জাফর আলম বলেন, ৪ সেপ্টেম্বর চকরিয়া পৌরসভার আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল ছিল। এ কারণে আমি ২০ সেপ্টেম্বর পর্যন্ত দুদকে সময় নিয়েছিলাম।