সাইকেল চুরির চেষ্টার পর ধরা খেলে সাইকেল মালিক জুয়েল চাকমাকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে।

ঘটনা সম্পর্কে বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশ করে সিলেটটুডে ডটকম। প্রতিবেদনে বলা হয় সাইকেলের মালিক জুয়েল অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু হল থেকে সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিযুক্ত ছাত্রলীগ কর্মী মোহাম্মদ তারেক রহমান। তবে এ সময় তাকে দেখে পেলেন সাইকেলের মালিক জুয়েল চাকমা। পরে বিশ্ববিদ্যালয়ের মুল ফটকে তারেককে ধরে আটক করলে জুয়েল ও তারেক দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে এদিন রাতে রাসেলের সহপাঠীরা তাকে মারধর করে বলে অভিযোগ করেন জুয়েল।

জুয়েলের অভিযোগ, রাসেল সাইকেল নিয়ে যেতে দেখে ফেলায় তাকে মারধর করা হয়। তারেক বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগ নেতা ও সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমানের অনুসারী।

জুয়েল মারধরের শিকার হয়েছেন এমন একটি অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দিয়েছেন। সেখানে জুয়েল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় কাউকে না জানিয়ে জুয়েলের রুমের সামনে থেকে সাইকেল নিয়ে যায় তারেক। ঘটনাটি টের পেয়ে রুম থেকে বাইরে আসি। এরপর তারেককে ধরার উদ্দেশ্যে গেলে তার নাগাল পাওয়া যায়নি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীর মাধ্যমে প্রধান ফটকের সামনে তারেককে আটক করা হয়। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হল থেকে সাইকেল নিয়ে যাওয়ার বিষয়ে তারেক জানায়, ‘আমার বন্ধু খালেদ বলেছে ঐখানে দুটি সাইকেল আছে। একটি নিয়ে আয়’। এজন্য আমি নিয়ে আসছি। এসময় জুয়েলকে অদৃশ্য শক্তির ভয় দেখিয়ে আমাকে হুমকিও দেওয়া হয়।