বাগেরহাটের চিতলমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে রেমী বড়াল(১৯) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রীকে পিটিয়ে যখম করেছে তার প্রতিপক্ষ সৈকত বড়াল শুভ এঘটনায় তার মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও চিতলমারী থানা মামলা গ্রহন না করে আদালতে মামলা দায়েরের পরামর্শ দিয়েছে ।গুরুতর আহত রেমী বড়াল চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে চিতলমারী উপজেলার দক্ষিণ চরবানীয়ারী গ্রামে।

আহত রেমীবড়াল এর মা চম্পা বড়াল জানান , রেমী বড়াল বাগেরহাট সরকারী মহিলা কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। আমার স্বামী র মৃত্যুর পর থেকে আমার ভাসুর বিভিন্ন সময় আমাকে কু প্রস্তার দিয়ে আসছে এবং আমাকে ফাকা পেলে জড়িয়ে ধরার চেষ্টা করে। আমি তার প্রস্তাবে রাজি না হলে বিভিন্ন সময় ঝগড়া ঝাটি করে বলে এভিটে থেকে তোকে তাড়িয়ে ছাড়বো। তার ই ধারাবাহীকতায় গত ১৪ সেপ্টেম্বর আমার ভাসুর স্বপন বাড়াল এর সাথে কথা কাটাকাটি হলে তার মেয়ে এর প্রতিবাদ করলে স্বপন বড়াল ও তার ছেলে শুভ বড়াল রেমি’র উপর চড়াও হয়।এ সময় তাকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করে । এসময় তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় রেমিকে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।

তিনি আরো বলেন, তার স্বামীর ক্যানসারে মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর তিন মেয়েকে নিয়ে স্বামীর ভিটায় বসবাস করছেন। এ অবস্থায় তার কোন পুত্র সন্তান না থাকায় ভাসুর স্বপন বড়াল তাকে বাড়ি থেকে বিতারিত করতে নানা ভাবে হুমকি দিয়ে আসছে।

এ ব্যাপারে স্বপন বড়ালের ছেলে সৈকত বড়াল শুভ জানান, বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে রেমি বড়াল তাদের অকথ্য ভাষায় গালিগাল দেয়। এটা নিয়ে তাদের সাথে ঝগড়া হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে দেওয়া অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে চিতলমারী থানার এসআই অমিত মণ্ডল জানান,রেমি বড়ালকে মারপিটের ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাট থেকে রুহুল আমিন বাবু