পুরো দেশজুড়েই চলছে দূর্নীতির উৎসব। বহু বছর ধরেই দেশের সকল মেডিক্যাল কলেজের মেডিসিন বাইরের বিক্রির খবর প্রচার ও প্রকাশিত হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এবারের ঘটনা ভিন্ন রকম। চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালের অপারেশন থিয়েটারের মেডিসিন বাইরের ফার্মেসীতে দেদারসে বিক্রি খবর পায় চট্টগ্রাম পুলিশ বিভাগ।

এ নিয়ে অনেক দিন ধরেই অনুসন্ধান করে চট্টগ্রাম পুলিশ এই চক্রের সন্ধান পেয়ে যায়। আজ চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালের অপারেশন থিয়েটারের মেডিসিন বাইরের ফার্মেসীতে বিক্রির সঙ্গে জড়িত হাসপাতালের কর্মচারীকে আটক করেছে।

চট্টগ্রাম পুলিশ জানিয়েছে, দালালের মাধ্যমে গরীবের জন্য কেনা মেডিসিন কর্মচারীরা বাইরের ফার্মেসীতে বিক্রি করছে। আজ একটি ব্যাগে ভরে বিপুল পরিমাণ সরকারী মেডিসিন সহ আরাফাতুল ইসলামকে পুলিশ হাতেনাতে আটক করে।

জানা গেছে, বিপুল পরিমাণ মেডিসিন ফার্মেসী গুলো থেকে চট্টগ্রাম পুলিশ বিভাগ আটক করেছে। আরো অনুসন্ধান করছে পুলিশ।

উল্লেখ, গত ১ বছরে সরকারী টাকায় কেনা মেডিসিনি পাচারের জন্য ৪টি পৃথক মামলায় ৯ জনকে চট্টগ্রাম পুলিশ আইনের আওতায় এনেছে।