রাশিয়ার বেলগোরোড অঞ্চলের ভালুইকি শহরে ইউক্রেনের সশস্ত্র বাহিনী গোলাবর্ষণ করেছে। এতে অন্তত একজন নিহত ও দুজন আহত হয়েছেন।

শুক্রবার বেলগোরোডের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রামে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর তাসের।

তিনি বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী ভালুইকিতে গোলাবর্ষণ করেছে। রুশ বিমান প্রতিরক্ষাব্যবস্থা জবাব দিয়েছে, তবে স্থলভাগে কিছু ক্ষতি হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, একজন বেসামরিক লোক নিহত হয়েছেন। দুই আহত ব্যক্তিকে পাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অঞ্চলের প্রধানের বলেন, হামলার ফলে শহরের একটি পাওয়ার সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই এলাকার বাসিন্দাদের বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।

এ ছাড়া প্রায় ৩০ হাজার জনসংখ্যার শহরটিতে আটটি বাড়ি এবং তিনটি গাড়িতে আগুন লেগেছে বলে তিনি জানান।

ঘটনাস্থলে সব অপারেটিভ সার্ভিস কাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ সামাজিক সুবিধাগুলো রিজার্ভ পাওয়ার উৎস খুব দ্রুত চালু করা হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি বেলগোরোডেনারগো ভালুইকি সাবস্টেশনে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।