গাজীপুরের টঙ্গীতে ব্যাটারিতে বৈদ্যুতিক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই অটোরিক্সা চালক নিহত হয়েছেন। বৃহষ্পতিবার মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর বৌবাজার এলাকায় স্বপনের রিক্সা গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রংপুরের পীরগাছা থানার সল্দিপাড়া এলাকার মনতাজ মিয়ার ছেলে মোঃ হারুন মিয়া (৪০) এবং জামালপুর জেলার ইসলামপুর থানাধীন পেঁচারচর এলাকার কিতাব আলীর ছেলে মোঃ লিটন (১৮)।
জিএমপি’র টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুরে ভাড়া বাসায় থেকে এলাকায় ব্যাটারী চালিত অটোরিক্সা চালাতেন হারুন ও লিটন। প্রতিদিনের মতো বুধবার রাতে আরিচপুর বৌবাজার এলাকায় স্বপনের গ্যারেজে বৈদ্যুতিক চার্জে দিয়ে বাসায় যান লিটন। পরদিন বৃহষ্পতিবার ভোর পৌণে ৬টার দিকে তিনি চার্জ খুলে ওই গ্যারেজ থেকে রিক্সা নেওয়ার সময় পায়ে বিদ্যুতের তার জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। একই সময় ওই গ্যারেজে অপর রিক্সা চালক হারুন তার রিক্সায় বৈদ্যুতিক চার্জ দিতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই নিহত হন হারুন। এঘটনায় গুরুতর অবস্থায় লিটনকে উদ্ধার করে স্থানীয় শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হলে তাকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।