মুশফিকের অবসরের পর থেকেই মাহমুদুল্লাহ রিয়াদের প্রসঙ্গটি আলোচিত হতে থাকে। কয়েক দিন ধরেই জানা হয়ে গিয়েছিল বিসিবি নির্বাচকদের তালিকায় রিয়াদের নাম নেই। অনেক জল্পনা কল্পনা শেষে বাতিলের তালিকায় চলে গেলেন রিয়াদ। কিন্তু যে অফ ফর্মের দোহাই দিয়ে রিয়াদ বাদ সেই অফ ফর্মে থাকা শান্ত দলে চলে এলেন! আজ বিসিবি আনুষ্ঠানিক ভাবে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। আইসিসির বেঁধে দেয়া সময়ের একদিন আগেই টি-২০ বিশ্বকাপের জাতীয় দল ঘোষণা করল বিসিবি।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২২ অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-২০ বিশ্বকাপের এবারের আসর। তার আগে ১৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণার সময় নির্ধারণ করে দিয়েছে আইসিসি।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে শান্তকে দলে নেয়া প্রসঙ্গে হাস্যকর যুক্তি দেখালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। দলে ইনজুরি কাটিয়ে ফিরেছেন লিটন দাস, নুরুল হাসান সোহান এবং ইয়াসির আলী রাব্বি ও এশিয়া কাপের স্কোয়াডে না থাকা নাজমুল হোসেন শান্ত।

শান্ত টি-২০তে রান করেছেন সাড়ে ১৮ গড়ে, তাও মাত্র ১০৪ স্ট্রাইক রেটে। সর্বশেষ টি-২০ সিরিজের তিন ম্যাচে খেলেছেন যথাক্রমে ৩৭, ১৯* এবং ১৬ রানের ইনিংস। এই পারফরম্যান্সের কারণে এশিয়া কাপের দল থেকে বাদ পড়েন এই ব্যাটসম্যান। এরপর কোনো ম্যাচই খেলেননি শান্ত। এরপরও কোনো প্রকার পারফরম্যান্স ছাড়াই এবারের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন তিনি। ফলে প্রশ্ন উঠেছে, এই ক্রিকেটার কেন, কীভাবে বিশ্বকাপ দলে জায়গা পাচ্ছে?

এমন প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ব্যাকআপ ওপেনারের ভাবনায় দলে সুযোগ পেয়েছেন শান্ত! নান্নু বলেন, শান্তকে নিয়ে অনেক কিছু আলোচনা হয়েছে। ব্যাকআপ একটা ওপেনার হিসেবে অনেক অ্যানালাইসিস করা হয়েছে। সবাই মিলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখানে কেউ দ্বিমত করেনি। সেই জন্য শান্তকে যুক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক ফরম্যাটে টি-২০তে এত বিবর্ণ পারফরম্যান্সের পরও কেন বিশ্বকাপের দলে, এই প্রশ্নটা তবুও থেকে যায়। এর উত্তরে প্রধান নির্বাচক জানান, ঘরোয়া টি-২০ লিগের পারফরম্যান্সের জন্য টিকে গেছেন শান্ত। এখন পর্যন্ত ঘরোয়া টি-২০তে ৯৫ ম্যাচ খেলে ২টি শতকের সঙ্গে ৬টি ফিফটি হাঁকিয়েছেন শান্ত। এই দুই শতক বিবেচনায় বিশ্বকাপের দলে ঠাঁই হয়েছে তার। নান্নুর ভাষ্যে, আন্তর্জাতিক মঞ্চে এই ফরম্যাটে তো আমরা সবাই স্ট্রাগল করছি।

এরপর নান্নু বলেন, কিন্তু আপনি বিপিএলের রেকর্ডটা দেখেন শান্তর। আমাদের ডমেস্টিকে যে কয়জন ক্রিকেটার রয়েছে, সেখানে তার পারফরম্যান্স কিন্তু খারাপ না। ঘরোয়া ক্রিকেটে দুটি সেঞ্চুরি রয়েছে এই ক্রিকেটারের। ডমেস্টিক রেকর্ড কিন্তু ওর খুব একটা খারাপ না। টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা মিলে ওকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।

আগে থেকেই আলোচনায় ছিল অভিজ্ঞতার জন্য আরেকটি টি-২০ বিশ্বকাপের দলে টিকে যাবেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু শেষ অবদি বিশ্বকাপের টিকিট নিজের করে নিতে পারলেন না গত টি-২০ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া এই অভিজ্ঞ অলরাউন্ডার। তিনি ছাড়াও সদ্য সমাপ্ত এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন নাঈম শেখ, এনামুল হক বিজয় ও মাহেদী হাসান।

তবে শোনা গিয়ে ছিল আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য বিবেচিত হতে পারেন সৌম্য সরকার। সেরা ১৫ জনের স্কোয়াডে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যাবেন তিনি। তার সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে অস্ট্রেলিয়া যাবেন রিশাদ হোসেন, মাহেদী এবং শরিফুল ইসলাম।

বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড:

সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফউদ্দিন।

স্ট্যান্ড বাই: শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান ও সৌম্য সরকার