সুজা তালুকদার চট্টগ্রাম থেকে

দেশজুড়ে সড়ক দূর্ঘটনায় বহু প্রাণহানী হচ্ছে প্রতিদিনই। এর মধ্যে রাস্তা পারাপারে ছাত্র-ছাত্রীদের প্রাণহানীর ঘটনা সবচেয়ে বেশি আলোচিত ও মিডিয়াতেও প্রচারতি হচ্ছে। রাজধানী ঢাকায় ছাত্র দূর্ঘটনায় মারা যাবার ফলে আবারো বিষয়টি সামনে এসেছে গুরুত্ব সহকারে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে চট্টগ্রাম ট্রাফিক দক্ষিণের দূর্ঘটনা রোধে কর্মসূচী হাতে নিয়ে আজ এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষক-ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে সড়কে নিরাপত্তা ও দূর্ঘটনা প্রতিরোধ বিষয়ক ‌সচেতনামুলক কর্মসূচী গ্রণন করে চট্টগ্রাম দক্ষিণের ট্রাফিক পুলিশ বিভাগ অনুষ্ঠানের মাধ্যমে জন সচেতনা বাড়াতে এ উদ্যোগ গ্রহণ করেছে।

আজ চট্টগ্রাম দক্ষিণের ট্রাফিক পুলিশ বিভাগ বাকলিয়া সরকারি কলেজে এক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে ‘দূর্ঘটনা রোধে ‌সচেতনামুলক কর্মসূচী’ আলোচনায় চট্টগ্রাম ট্রাফিক দক্ষিণের ডিসি এন এম নাসিরউদ্দিন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। তিনি সচেতনা বাড়াতে শিক্ষক-ছাত্র-অভিভাবকের মাঝে উদ্যোগ গ্রহণে অনুরোধ জানান। এ আলোচনায় চট্টগ্রাম ট্রাফিক দক্ষিণ তাদের বিশেষ কর্মসূচী লিফলেট বিতরণ করা হয়। সকলের মাঝে সচেতনতা বাড়াতে লিফলেটে উল্লেখ করা হয়, ছাত্র-ছাত্রী কর্তৃক পালনীয় এবং শিক্ষন-অভিভবাক হিসেবে দায়িত্ব।

অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাকলিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জসিমউদ্দিন। এছাড়া চট্টগ্রাম দক্ষিণের ট্রাফিক পুলিশ বিভাগের এডিসি মোঃ রইছ উদ্দিন অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাকলিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জাহিদ উদ্দিন সুলতান ও অনিল বিকাশ চাকমা, টিআই (প্রশাসন) চট্টগ্রাম দক্ষিণ।