জিতু আহমেদ পিরোজপুর থেকে
পিরোজপুর জেলার মানুষের স্বপ্ন পূরণ হলো। অবশেষে বেকুটিয়া-পিরোজপুর, বরিশাল বিভাগ এর দুই জেলার মানুষের স্বপ্ন পূরণ করে ৪ সেপ্টেম্বর ২০২২ উদ্বোধন হলো বেকুটিয়া সেতু। এই সেতু বাংলাদেশের পিরোজপুর জেলার কচা নদীর ওপর নির্মাণ করা হয়েছে। সেতুটি বাংলাদেশ- চীন মৈত্রী ৮ম সেতু। মুলত চীনা সরকারের সহায়তায় নির্মিত হয়েছে। সেতু নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ৮৯৮ কোটি টাকা। এর মধ্যে ৬৫৪ কোটি টাকা গ্রান্ড অনুদান দিয়েছে চীন সরকার। বাকী ২৪৪ কোটি টাকার যোগান দিয়েছে বাংলাদেশ সরকার।
৪২৯ মিটার ভায়াডাক্টসহ সেতুর দৈর্ঘ্য ১ হাজার ৪২৭ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। মূল সেতুর দৈর্ঘ্য ৯৯৮ মিটার। ১০টি পিলার এবং ৯টি স্প্যানের উপর দাঁড়িয়ে আছে বক্স গার্ডার টাইপ এই সেতু। ৯টি স্প্যানের ৭টি ১২২ মিটার এবং ৭২ মিটার স্প্যান রয়েছে ২টি। সেতুটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালের জুলাই মাসে।
সাধারণ মানুষের মুখে এটা বেকুটিয়া সেতু হলেও অফিসিয়াল নাম দেয়া হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব সেতু।