জাতীয় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গাজীপুরস্থ ৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান।
উপাচার্যগণ পৃথক শোকবার্তায় মরহুমার বিদেহী রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, দেশপ্রেমিক ও রাজনীতিতে নিবেদিত প্রাণ সৈয়দা সাজেদা চৌধুরী ছিলেন দৃঢ় মনোবল সম্পন্ন সততা ও একনিষ্ঠতার প্রতীক। প্রথিতযশা এই রাজনীতিবিদ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি রাজনৈতিক প্রজ্ঞা ও মেধা দিয়ে জাতীয় সংসদের উপনেতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দেশের যে কোন সংকটময় মুহুর্তে তাঁর অসীম সাহসিকতা ও আপোষহীন নেতৃত্ব জাতিকে আলোর পথ দেখিয়েছে। তাঁর মৃত্যুতে দেশ এক গুণী মানুষকে হারালো, যে শূন্যতা পূরণ হবার নয়।’
এছাড়াও বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র জাতীয় সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. দেবাশীষ সরকার অনুরূপ পৃথক বিবৃতি দিয়েছেন।