ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে হো চি মিন শহরের কাছে একটি কারাওকে বারে লাগা আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে উন্নীত হয়েছে। গত মঙ্গলবার রাতে কারাওকে কমপ্লেক্সটির উপরের তলায় আগুনের সূত্রপাত হয়, এতে ওই বারের ক্রেতা এবং কর্মীরা আটকা পড়েন।
আগুন থেকে বাঁচতে চার ব্যক্তি দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়েন। প্রাথমিকভাবে আহত হলেও পরে বেঁচে যান তারা। খবর বিবিসির।
এর আগে ২০১৬ সালে দেশটির হ্যানয় অঙ্গরাজ্যের আরেকটি কারওকে লাউঞ্জে অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়।