জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) পেশোয়ারে এক সমাবেশে দ্রুত লংমার্চের তারিখ ঘোষণা করা হবে বলে জানান তিনি। যদিও ২০২৩ সালের নির্ধারিত তারিখেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
হাজার হাজার সমর্থকের সামনে আবারও আগাম নির্বাচনের তারিখ ঘোষণা দিতে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রতি আহ্বান জানান ইমরান খান। তা না হলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরুর ঘোষণা দেন তিনি। একই সঙ্গে বর্তমান সরকার পিটিআই ও পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন ইমরান।
এদিন শাহবাজ সরকারকে ‘আমদানি করা সরকার’ আখ্যা দিয়ে পাকিস্তানে নতুন সেনাপ্রধান নিয়োগ না দেয়ার হুঁশিয়ারি দেন ইমরান খান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগাম নির্বাচন অনুষ্ঠিত হলে ফের ক্ষমতায় আসতে পারেন ইমরান। তবে দেশটিতে আগাম কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শাহবাজ শরিফ।
এদিকে ইমরান খানের আগাম জামিনের মেয়াদ আবারও বাড়িয়েছেন দেশটির আদালত। গত মাসে এক সমাবেশে উসকানিমূলক ভাষণ দেয়ার অভিযোগ এনে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয় পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এর পরপরই আগাম জামিনের আবেদন করেন ইমরান খান। ২৫ আগস্ট এ মামলার প্রথম শুনানিতে বিচারপতি রাজা জাওয়াদ আব্বাস হাসান ইমরান খানকে ০১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেন।
সেদিন আদালতে উপস্থিত হয়ে ইমরান ফের জামিনের আবেদন করলে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত ১২ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন। ওই সময় পর্যন্ত জামিনে থাকবেন ইমরান খান