১লা অক্টোবর থেকে ১৬ অক্টোবর সিলেট ক্রিকেট স্টেডিয়ামে বসতে যাচ্ছে নারী এশিয়া কাপ – ২০২২। ৭টি দেশের অংশ গ্রহণে বাংলাদেশ স্বাগতিক দেশ। ২৭ ও ২৮ সেপ্টেম্বরের মধ্যে ৬ দেশের নারী ক্রিকেট দল বাংলাদেশে (সিলেট) পা রাখবে বলে বিসিবি থেকে জানা গেছে।
বাংলাদেশ নারী ক্রিকেট দল একটু একটু করে এগিয়ে চলছে। যদিও এশিয়া কাপে এখনও বলার মতো তেমন কোন অর্জন নেই। সে কারণেই এশিয়া কাপ-২০২২ এর আগে বাংলাদেশের নারী দলের আইসিসির
র্র্যাঙ্কিং নিয়ে আলোচনাটা সামনে চলে এসেছে। এবারের এশিয়া কাপ আসরটি অনুষ্ঠিত হবে টি২০ ফর্মেটে। আইসিসির র্র্যাঙ্কিংয়ে ভারত আছে ৪ নম্বরে আর এশিয়াকে এক নম্বর দল। এরপরেই আছে পাকিস্তান ৭ নম্বরে, শ্রীলঙ্কানরা ৮ নম্বরে আর বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে।
এবারের নারী এশিয়া কাপে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলংকা ছাড়াও মালেশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও থাইল্যান্ড অংশ নেবে। আইসিসির র্র্যাঙ্কিংয়ে থাইল্যান্ড ১০ নম্বর দল হিসাবে বাংলাদেশের ঘাড়ের উপর বাতাস দিচ্ছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত আছে ১৪ নম্বরে আর মালেশিয়া ২৯ নম্বর দল।
তাই বাংলাদেশের মুলত মিশন থাকবে এ আসরে ভাল কিছু করে র্র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটনো। সেটা করতে হলে পাকিস্তান, ভারত, শ্রীলংকার বিপক্ষে ভাল করা ছাড়াও নজর রাখতে হবে ১০ নম্বর দল থাইল্যান্ড-র দিকে। কারণ থাইল্যান্ডকে খাটো করে দেখার সুযোগ নেই। সেটা থাইল্যান্ড এরই মধ্যে ১০ নম্বরে উঠে এসে প্রমাণ দিয়েছে।
এখন দেখার বিষয় বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘরের মাঠের সুবিধা নিয়ে কতটা ভাল ফলাফল বয়ে আনতে পারে।