ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল -এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে ‘মার্সেল কাপ বেসবল চ্যাম্পিয়নশিপ-২০২২।’ আটটি দলের অংশগ্রহণে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা বৃহস্পতিবার ফাইনাল, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
দুপুরে পল্টন মাঠে প্রধান অতিথি উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসারের সহকারী পরিচালক মুহাম্মদ রায়হান উদ্দিন ফকির। এ সময় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে ‘এ’ গ্রুপে জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ ও স্যান্ড অ্যাঞ্জেল বেসবল ক্লাব। অন্যদিকে ‘বি’ গ্রুপে জয় পেয়েছে বাংলাদেশ আনসার। বাংলাদেশ পুলিশ ১১-০১ পয়েন্টে হারায় আলতাব হোসেন স্মৃতি সংসদকে। অন্যদিকে বাংলাদেশ আনসার ২১-০১ পয়েন্টে উড়িয়ে দেয় জে স্পোর্টস একাডেমিকে। আর স্যান্ড অ্যাঞ্জেল ০৩-০১ পয়েন্টে জয় পায় ঢাকা জেলার বিপক্ষে। প্রতিযোগিতার ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ পুলিশ, ঢাকা জেলা, আলতাব হোসেন স্মৃতি সংসদ ও স্যান্ড অ্যাঞ্জেল বেসবল ক্লাব। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ আনসার, সিরাজগঞ্জ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (এসকেএসপি), জে স্পোর্টস একাডেমি ও সাভার কমিউনিটি স্পোর্টস ক্লাব। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এছাড়া অংশ নেওয়া সবগুলো দলকে ট্র্যাক-স্যুট ও জার্সি দেওয়া হবে।