বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ। এসময় ফাতেহাপাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (জনসংযোগ) মোঃ মজনু মিয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদার, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতি মোঃ ফারুক হোসেন মোল্লা (উপ-রেজিস্ট্রার) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম (সহকারী পরিচালক) এর নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থাশীল কর্মকর্তাগণ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ এর ১৫ আগস্ট নিহত সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে সমাধিস্থল পরিদর্শণ করেন তারা।