গাজীপুরের স্কয়ার ফ্যাশন ইয়ার্ন লিমিটেড কারখানার তুলার গুদামের আগুন দু’দিন পর শনিবার নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শ্রীপুর থানাধীন ভাংনাহাটি গ্রামের ওই কারখানায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শ্রীপুরের ভাংনাহাটি এলাকার স্কয়ার ফ্যাশন ইয়ার্ন লিমিটেড কারখানার তুলার গুদামে হঠাৎ আগুন লাগে। কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের শ্রীপুর, জয়দেবপুর ও ভালুকা স্টেশনের ৬ টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। তারা দীর্ঘ সময় চেষ্টার পর শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ড্যাম্পিংয়ের কাজ শেষে শনিবার দুপুরে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে গুদামে থাকা বিপুল পরিমাণ তুলা পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটে নি।
কারখানার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সায়মন নকরেক জানান, বৃহষ্পতিবার দিবাগত রাত ২টার দিকে কারখানার তুলার গুদামে হঠাৎ আগুন দেখতে পান নিরাপত্তা কর্মীরা। এসময় ওই গুদামে কেউ ছিল না। আগুনের খবরে কারখানার নিজস্ব ফায়ার ফাইটিং দল দ্রুত কাজ শুরু করে। আগুনে গুদামে রাখা সব তুলা পুড়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বলেন, তাৎক্ষনিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয় নি। তবে তদন্তের পর বিস্তারিত জানাযাবে।