মিয়ানমার গোলাবর্ষণের মাধ্যমে যত উসকানিই দিক না কেন সীমান্ত দিয়ে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। সীমান্তে বিজিবি শক্ত অবস্থানে আছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমার আবারও রোহিঙ্গাদের প্রবেশের পায়তারা করছে।
সিলেটে লাক্কাতুরা চা বাগানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, আমরা আমাদের বর্ডার সিল করেছি। মিয়ানমারের লোক আমাদের দিকে যাতে না আসতে পারে সে জন্য বিজিবিকে সতর্ক করেছি।
এদিকে আবারও বাংলাদেশ সীমান্তের ভেতরে এসে পড়েছে মিয়ানমারের গোলা। দ্বিতীয় দফায় শনিবার মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবান সীমান্তবর্তী এলাকায় পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অবজার্ভ করছি। মিয়ানমারের ওখানে কিছু ভায়োলেন্স হচ্ছে।
তিনি বলেন, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছে যে, কোনো দুর্ঘটনা ঘটবে না।