কারাবাসের বদলে বাবা-মায়ের যত্ন নেয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ মুখস্ত করা ও বৃক্ষরোপণের শর্তে প্রবেশনে মুক্তি পেয়েছেন দুটি মামলার মোট ৫ জন আসামি। বুধবার (৩১ আগস্ট) সকালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আমাতুল মোর্শেদা এ দণ্ডাদেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা গেছে, লোহাগড়া উপজেলার কুন্দশী গ্রামের নজরুল হক মৃধার ছেলে ইকরামুল হক মৃধা (৩৫) ও গোপীনাথপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে সুজন শেখকে (৩০) ২০১৮ সালের একটি মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হওয়া মামলায় দোষী সাব্যস্ত করা হয় গত ৩১ জানুয়ারি। এর আওতায় তাদের ১ বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়। ঐ একই দিনে নড়াইলের নড়াগাতি থানার বাঐসোনা গ্রামের মৃত আলাউদ্দিন মোল্যার ছেলে মো. ফোরকান মোল্যা (৪০), সোহরাব মোল্যা (৩৫) ও মিরাজ মোল্যাকে (৩০) দণ্ডবিধির ১৪৩ ধারায় তিন মাসের কারাদণ্ড ও ১০০০ হাজার টাকা জরিমানা করে রায় দেন আদালত।
তবে আসামিদের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে এবং তাদের অপরাধের মাত্রা বিবেচনায় কারাদণ্ডের পরিবর্তে সাতটি শর্তে প্রবেশনে মুক্তি দেন আদালত। বাড়িতে বাবা-মায়ের সেবা করা, বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও বঙ্গবন্ধুর ভাষণ মুখস্ত করাসহ বিভিন্ন সামাজিক কাজ করার শর্তে প্রবেশনে মুক্তি দেয়া হয়েছে আসামিদের।
বুধবার সকালে দুটি মামলার মোট ৫ জন আসামিকে মামলা থেকে খালাস প্রদান করেন আদালত। আদালতের এই আদেশে সন্তোষ প্রকাশ করেছেন নির্দেশনাপ্রাপ্ত আসামিরা। আইনের প্রতি শ্রদ্ধা রেখে সব নির্দেশনা পালন করারও প্রতিশ্রুতি দিয়েছেন তারা।